১ কিলো চাল মাপার ক্ষেত্রে যেমন ১ কিলো চাল এবং ১ কিলো ওজনের বাটখারা সঠিক হলে তবেই তুলাদন্ডটি সোজা হয়ে থাকে তেমনি সামাজিক নিরীক্ষার জন্য চাই সঠিক তথ্য ভান্ডার এবং সচেতন নাগরিক । আমি জানি, আমার গড়বেতাবাসী আদর্শ সচেতন নাগরিক। তাদের কথা মাথায় রেখেই এই ব্লকের সমস্ত তথ্য যাতে তারা সহজে আহরণ করতে পারে তার জন্যই এই Website -টি গড়বেতাবাসীকেই উৎসর্গ করা হলো।